বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন।

তিনি বক্তব্যে বলেন, অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া সারাদেশের শিক্ষকদের জন্য মডেল। তিনি বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে আমাদের দাবীগুলো বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। যে কারণে একজন শিক্ষক অবসরে গেলে নূন্যতম সম্মান নিয়ে যেতে পারছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৬ বছরসহ প্রায় ১৯ বছর আমাদের বেতন স্কেলে ১৯টাকা বাড়েনি। উল্টো বিভিন্নভাবে আমাদের সুবিধা ৪% কমেছে।

তিনি বলেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে আন্দোলন ও দাবী সম্পর্কে কোন কিছু বুঝাতে হবে না। কারণ তিনি আপাদমস্তক একজন শিক্ষক। যে ৭৪ হাজার শিক্ষক দাবী নিয়ে রাস্তায় রাস্তায় হাটছেন তাদের জন্যই অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ডাবাবেস তৈরী করে কাজ এগিয়ে নিচ্ছেন।

তিনি আমাদের যে পথ দেখিয়েগেছেন, আমরা সে পথে থেকে বৈষম্যের শিকার না হই। বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. সফি উল্লাহ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক এবিএম শাহ্ আলম টিপু, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মকবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।

আরো বক্তব্য দেন চাঁদপুর সদর কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাহাজান, সাধারণ সম্পাদক মোঃ আলী। প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. সাজ্জাদ হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ মহসিন উদ্দিন। সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন রেলওয়ে আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, হাসান ও মামুন হোসেন পাটোয়ারী।

সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, ইসমাইল হোসেন ও নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. মুহিউদ্দীন।

সম্পর্কিত খবর