মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদি উত্তর ইউনিয়ন, বাংলা বাজার এলাকায় প্রভাবশালী মোস্তফার নেতৃত্বে ড্রেজার মালিক অবৈধ মিনি ড্রেজার দিয়ে পুকুর থেকে বালি উত্তোলন করে। বালু উত্তোলনের সংবাদ পেয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মিশিন বন্ধ করে দিয়েছে।
সরজমিন মঙ্গলবার দেখা যায় ঐ এলাকার মোস্তফা নামের জৈনিক নিজের পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার বালি উত্তোলন করে বিক্রির জন্য ড্রেজারের মালিক স্বাধনের কাছ থেকে অবৈধ ড্রেজার ভাড়া নিয়ে নিজের পুকুরে বসিয়ে বালি উত্তোলন করতে থাকে, এমন অবস্হায় তাহার কাছে জানতে চাইলে তিনি সরকারি ভাবে কোন অনুমোদন পত্র দেখাতে পারেনি , মোস্তফা বলে, আমার মাছের ঝিল থেকে আমার মাটি বিক্রি করছি, তাতে কোন সমস্যা আছে কি। আমি একজন ঠিকাদার, বড় বড় কাজ করেছি বিগত আওয়ামী লীগ সরকার আমলে,
তখন আওয়ামী লীগের নেতারাও আমার কাজে বাধা দেয় নি, প্রকৃত ভাবে আমি বিএনপি করি, তার পরেও আমি সব সময় ঠিকাদারি কাজ করতে পেরেছি, আর এখন তো সরকার পতন হয়েছে। আরেক জন মোস্তফার ভাড়ারা নাম প্রকাশে অনিহা জানিয়ে বলেন কোন সাংবাদিক এসেছে ড্রেজার এর কাছে, আর আপনারা কেনো এসেছেন, আপনাদের কাজ কি,
মোস্তফা বালি উত্তোলন করলে আপনাদের সমস্যা কি, একের পর এক কথা বলে যাচ্ছে কিন্তু সাংবাদিক দের কোন কথা শুনতে নারাজ হয়ে জৈয়নিক বলেন আপনারা পারলে বন্ধ করেন, আর আমাদের ক্ষমতা থাকলে ড্রেজার চালাবো।
পরে ইউনিয়ন পরিষদের ভুমি কর্মকর্তা মোঃ ওচমান কে বিষয়টি অবগত করলে তিনি বলেন, নির্বাহী কর্মকর্তা কিংবা ভুমি সহকারী কমিশনার স্যারদের জানানো প্রয়োজন নেই, আমি এখনি ব্যবস্হা গ্রহন করছি, তিনি তাৎক্ষণিক দুপুর ২ টার সময় অফিস সহায়ক মাহাবুব রশিদ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে চলন্ত অবৈধ ড্রেজার টি বন্ধ করে দেন, এ বিষয়ে তিনি আরো বলেন, আমি উপস্থিত থেকে মেশিনটি খুলে উপরে উঠিয়ে দেই, এবং এখান থেকে মেশিন সহ পাইপ গুলি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেই, আর যদি ড্রেজারটি চলানোর কোন চেস্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ভাবে আইনগত ব্যাবস্হা করা হবে।
অপর দিকে গোপণীয় সুত্রে জানা যায়, মোস্তাফা নিজের প্রভাব খাটিয়ে রাঁতের আধারে অবৈধ ড্রেজার টি চালানোর পরিকল্পনা করছে, তাই এ বিষয়ে জেলা প্রশাসক সহ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভুমি সহকারী কমিশনার এর দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।