সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে প্রাইভেটকার বোঝাই ৪৪ কেজি গাঁজাসহ চালককে আটক করা হয়েছে।
১০ নভেম্বর দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় প্রাইভেটকারের বেকডালি তল্লাশি করে তাতে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব জানান, খুলনার বাগেরহাট মোড়লগঞ্জের বারইখালি গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে প্রাইভেটকার চালক রুবেল হাওলাদার (৩৮) কে খুলনার মাদক কারবারি রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসে।
মঙ্গলবার সকালে বুড়িচং এলাকার ভারতীয় সিমান্ত এলাকায় গিয়ে ৪৪ কেজি গাঁজা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১৪-৩৭৩৬) পেছনের ডেকে করে চাঁদপুর হয়ে খুলনা নিয়ে যাচ্ছিল। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত গোপন সংবাদের খবর পেয়ে যৌথ বাহিনী সহায়তায় হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ৪৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার চালক রুবেল হাওলাদার (৩৮) কে আটক করে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত আল সামিউল, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌস ও সহকারী পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় সদস্যরা।গাঁজাসহ প্রাইভেটকার চালক রুবেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।