চাঁদপুরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : কৃষিই সমৃদ্ধি এ লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা গতকাল ৯ ডিসেম্বর সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভার সভাপতিত্বে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ভিত্তিক বাংলাদেশ, কৃষকেরা হচ্ছে দেশের প্রাণ, কৃষক ভাইদের মেধা-মননে ও পরিশ্রম করে যেভাবে মাঠে ফসল উৎপাদন করে। সেখান থেকে আমরা নিজেদের ক্ষুধার খাবার খেতে পারি।

কৃষির উন্নয়নের ক্ষেত্রে আমাদের সকলকে কৃষকদের মাঝে কৃষির যে কোনো পন্য সামগ্রিই সরকারি নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রি করতে হবে। বিসিআইসি ডিলার অনুকূলে সকল সাব ডিলারদের সার বিক্রয় কেন্দ্রে সরকারি নির্দেশনা অনুযায়ী মুল্য তালিকা টানিয়ে রাখতে হবে। চাঁদপুর সদরে টিএসপি সার চাহিদা থাকলেও কুমিল্লা থেকে অদ্যাবধি বরাদ্দ পাওয়া সার সপ্তাহের মধ্যে চলে আসবে।

আশা করি, সপ্তাহের মধ্যে টিএসপি সার সঙ্কট পূরণ হবে, তবে যে পরিমাণ সার প্রয়োজন, সদরের বিএডিসি সার ডিলাররা পাচ্ছেন না। আর কৃষক ভাইদের বুঝাতে হবে, ফসল ফলনের জন্য মোটা ইউরিয়া সার ব্যবহারে আস্তে গলে। মোটা ইউরিয়া সার গুনগত মানে ভালো, ইউরিয়া সারের ঘাটতি নেই।

চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার তপন রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হজরত আলী,

বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আঃ সাত্তার খান, বিসিআইসি ডিলার মোঃ মহসিন, বিএডিসি সার ও বীজ ডিলার মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, মোঃ মাহবুব, মোহাম্মদ হোসেন পাটওয়ারী সহ সকল ডিলারগন।

সম্পর্কিত খবর