হাঁপানিয়ায় দু’সন্তানের জনক রয়েল খানের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের দালাল বাড়িতে সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকালে গলায় ফাঁস দিয়ে দু’সন্তানের জনক রয়েল খান (২৯) আত্মহত্যা করেছেন।

হাছান খানের ছেলে রয়েল খান কাউকে কিছু না বলে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকার সাধারণ লোকজন জানান, লোকজন রয়েল খান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো। তার সাথে কারো কোনো ঝগড়া বিবাদ ছিলো না। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা আমরা বলতে পারবো না।

সম্পর্কিত খবর