চাঁদপুরে সনাকের আয়োজনে দুনীতিবিরোধী মানববন্ধন ও তরুণ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : দেশকে উন্নত করতে হলে দুর্নীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে গতকাল বাবুরহাট এন্ড কলেজে আয়োজিত দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশে তিনি আরও বলেন, দুর্নীতি হলো নীতির বহির্ভুত কাজ। দুর্নীতি রোধ করতে হলে আমাদেরকে পরিবার থেকে শুরু করতে হবে। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র টাকা পয়সা লেনদেনই দুর্নীতি না। ঠিকমতো আমাদের দায়িত্ব পালন না করাটাও দুর্নীতির মধ্যে পড়ে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসিত ও জবাবদিহিমূলক দেশ গঠন করতে তরুণদের ভূমিকা ব্যাপক। এই তরুণরাই একদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তরুণদের অন্যতম প্রতিজ্ঞা থাকবে আমরা দুর্নীতি করবো না অন্যকে দুর্নীতি করতে দিবো না। যেখানে দুর্নীতি দেখবো সেখানেই প্রতিরোধ করবো। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এতো সুন্দর একটি কর্মসূচি আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান তিনি। তিনি তরুণদের উদ্দেশ্যে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, দেশের নিয়মশৃঙ্খলা রক্ষার্থে ও দেশের ভবিষ্যত হাল ধরতে এই তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজেদের অধিকার রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আজকের তরুণরাই ভবিষ্যত রাজনীতিবীদ এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবে। দুর্নীতি দমন কমিশন, চাঁদপুরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন ও টিআইবি একে অন্যের পরিপূরক। দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন করে থাকে। টিআইবি ও দুদকের মধ্যে সমঝোতা স্মারক রয়েছে। তিনি আরও বলেন, আজকের তরুণরাই পারবে দেশকে দুর্নীতিমুক্ত রাখতে। দেশের দুর্নীতি নিরসনে সবার একাগ্রতাই সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। সভাপতির বক্তব্যে সনাকের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হই তাহলে এই দেশ একদিন দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এছাড়াও দুর্নীতি প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদেরকে ব্যক্তিজীবন থেকে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। তিনি তরুণ সমাবেশ, দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নতুন বাংলাদেশ- দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এই প্রতিপাদ্যে এবছর দিবসটি উদ্যাপন করেছে সনাক চাঁদপুর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ, সাইকেল র‌্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়।

দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য মোঃ আল-আমিন হোসাইন ও চন্দ্রিমা দেবী হিয়া। তরুণ অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের দলনেতা মোঃ নাহিম নীরব ও বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত আক্তার।

সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, চাঁদপুরের উপ সহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, সনাক সদস্য কৃষ্ণা সাহা, লায়ন মাহমুদ হাসান খান, অধ্যাপক সবিতা বিশ্বাস, লীলা মজুমদার, রুমা সরকার, সনাক-চাঁদপুরের এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সম্পর্কিত খবর