সমির ভট্রাচার্য্য, মতলব দক্ষিণ : হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতল দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, মীম জেনারেল হাসপাতাল সীলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতালের চিকিৎসক (সার্জন) এর সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। গতকাল রাতে এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ।
তিনি বলেন, অভিযানের সময় নারায়নপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা, হাসপাতালের এমডি আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে সিজারিয়ান করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নার্স পরিচয়ে হাসপাতালের দালাল শেফালি নরমাল ডেলিভারির সময় লীমা নামের রোগীর বাচ্চা মেরে ফেলার ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই হাসপাতালটি পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত বন্ধ থাকবে। একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সীলগালা এবং মালিক মো. জসিম উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ওই হাসপাতালে কোন চিকিৎসক পাওয়া যায়নি।
এছাড়া বাজারের মূল সড়কে অবস্থিত ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসক (সার্জন) এর সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সীলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। এর আগে সোমবার (৯ ডিসেম্বর) দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় নারায়নপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।