সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন দুর্নীতি প্রতিরোধ করে নতুন প্রজন্মকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। সমাজের কোন অবস্থাতেই যেন দুর্নীতি না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি বিরুদ্ধে সকলে রুখে দাড়িয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো মানুষ দুর্নীতিবাজ হিসেবে জন্মগ্রহণ করে না। পারিবারিক, সামাজিক ও আশপাশের পরিবেশই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই দুর্নীতিবিরোধী অভিযান নিজের ঘর থেকেই শুরু করতে হবে। দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে। তাহলেই দুর্নীতি হ্রাস পাবে। দুর্নীতগ্রস্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার মাধ্যমেই কেবল দুর্নীতিকে সহনশীল মাত্রায় কমিয়ে আনা সম্ভব। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
জেলা প্রশাসক বলেন, অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার আগে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা বাড়বে। নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ‘নতুন বাংলাদেশ’কে দুর্নীতিমুক্ত, সুশাসিত, জবাবদিহিমূলক করে দেশের অভীষ্ট অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরও বলেন, নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা, যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য।
চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন উপ পরিচালক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকবাল মাহমুদ, সনাক সভাপতি প্রকৌশলী মো.আলমগীর পাটোয়ারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, উদীচী সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
দিবসটি পালন উপলক্ষে সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে র্যালি ও মানববন্ধন এবং সন্ধ্যায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।