স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান কবির খোকার পিতা আব্দুর রব মিয়া (৯০)বার্ধক্য জনিত কারণে গতকাল বিকাল ৩ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রব মিয়া ছিলেন পরোপকারী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি। তার মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।