ফরিদগঞ্জে ১৪৫ ধারায় মামলা দায়ের : বিবাদীপক্ষকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও গ্রামের আইয়ুব খাঁন গংদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৪৪৯/২০২৪)।

৮ নভেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের আদালতে এ মামলা দায়ের করেন । মোসাম্মৎ ফাতেমা বেগম, পিতা: মৃত-সেকান্তর সরকার, পতি- রহমান গাজী, সাং-ইসলামপুর, হালে- রঙ্গেরগাঁও থানা থানা-ফরিদগঞ্জ ও জেলা-চাঁদপুর বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এতে বিবাদী করা হয়, ১। আইয়ুব খাঁন, সাং- আমানউল্যাপুর, থানা ও জেলা-চাঁদপুর, ২। মহসিন মিজি, পিতামৃত- হাকিম মিজি৩। শহিদ সরদার, পিতা- রুহুল আমিন সরদার, ৪। আমিন সরদার, ৫। মমিন সরদার, সর্বপিতা-পিতামৃত- মুকবুল সরদার, সর্ব সাং- ইসলামপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

জানা গেছে,বাদী মোসাম্মৎ ফাতেমা বেগম দায়েরকৃত ১৪৫ধারায় (মামলা নং ১৪৪৯/২০২৪) মামলাটি আদালত আমলে নিয়ে বিবাদীপক্ষকে অস্থায়ী নিষেধাজ্বা জারি করেন । সেই সাথে ২য় পক্ষকে কারণ দশাতে বলা হয়েছে । গতকাল ই আদালতের আদেশ ফরিদগঞ্জ থানার ওসিকে তামিল করতে নিদেশ দেন ।

নিদেশ পেয়ে ওসি মহোদয় ঘটনাস্থলে পুলিশ টীম পাঠায় । পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ঘটনাস্থল থেকে কাজ বন্ধ করে শ্রমিকরা পালিয়ে যায় । পরে পুলিশ স্থানীয় মেম্বার ও বিবাদী পক্ষকে নোটিশ জারি করেন এবং আদালতের আদেশ অনুযায়ী কাজ বন্ধ রাখার নিদেশ দেন ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, বাদী মোসাম্মৎ ফাতেমা বেগম দায়েরকৃত ১৪৫ধারায় (মামলা নং ১৪৪৯/২০২৪) মামলাটি আদালত আমলে নিয়ে বিবাদীপক্ষকে অস্থায়ী নিষেধাজ্বা জারি করেন । আদালতের আদেশ পেয়েছি । আদেশ অনুযায়ী ২য় পক্ষকে কারণ দশাতে বলা হয়েছে । ঘটনাস্থলে পুলিশ টীম পাঠায় ।কাজ বন্ধ করার জন্য ।

মামলা সূত্রে জানা যায়, বাদীর পিতা সেকান্তর সরদার খরিদ সূত্রে দখল প্রাপ্তে নালিশী ভূমি সহ ইসলামপুর গ্রামের বি.এস ৭৯২ দাগে মোঃ ১৯ একর ভূমি মালিক দখলীকার হয় ও থাকে। ৭৯২ দাগে মোঃ ১৯ একর ভূমি সহ অন্যান্য ভূমি সেকান্তর সরদারের নামে বি.এস ৫২৪ খতিয়ানে রেকর্ড হইয়া চূড়ান্তভাবে প্রচারিত হয়েছে।

সেকান্তর সরদারের মৃত্যুর পর বাদী ও তাহার ভ্রাতা ভগ্নিগণ তৎ ত্যাজ্য ভূমি হিস্যা অনুযায়ী মালিক দখলীকার হইয়াছে। ৭৯২ দাগে মোঃ ১৯ একর ভূমির অন্দরে পশ্চিম অংশে মোঃ ০৪২৪ একর ভূমি ইসলামপুর ছোট সুন্দর ব্রীজের সংযোগ সড়কের জন্য অধিগ্রহন করা হইয়াছে। যাহার ক্ষতিপূরণের অর্থ ১নং সাক্ষী গ্রহণ করিয়াছে। বক্রি মোঃ ১৯- ০৪২৪ = ১৪৭৬ একর ভূমি সেকান্তর সরদারের অন্যান্য ওয়ারিশগণ মালিক হইয়াছে।

উক্ত মোঃ ১৪৭৬ একর ভূমি অত্র মোকদ্দমার নালিশী ভূমি বটে। বাদী এলাকার সর্ব সাধারণের জ্ঞান গোচর মতে নালিশী ভূমি ভোগ দখল করিয়া আসিতেছে। প্রতিপক্ষগণ দুষ্ট, দুদান্ত, দাঙ্গাবাজ বটে। প্রার্থীপক্ষ নিরীহ। সেই সুযোগে বিবাদীগণ নালিশী ভূমি হতে প্রার্থীপক্ষকে বেদখল করিবে মর্মে বিগত ০৬/১২/২০২৪ইং তারিখে সকাল ১০ ঘটিকায় প্রকাশে হুমকি দেয়। বাধা দিলে তাহারা প্রার্থীপক্ষকে খুন করিবে মর্মে হুমকি দেয়। ফলে নালিশী ভূমির দখল সম্পর্কে প্রতিপক্ষগণ দ্বারা মারাত্মক শান্তি ভঙ্গের আশংকা আছে। এমতাবস্থায় প্রতিপক্ষগণ যেন জোর পূর্বক ভাবে নালিশী ভূমি হইতে প্রার্থীপক্ষকে বেদখল করিতে না পারে তৎ মর্মে এক প্রসেডিং ড্র হওয়ার আদেশ। প্রার্থনা করিতেছি। প্রার্থীত মতে আদেশ হওয়া একান্ত আবশ্যক। নতুবা অপূরণীয় ক্ষতির কারণ বটে।

তপছিল নালিশী ভূমি

জেলা চাঁদপুর, উপজেলা-ফরিদগঞ্জের হাল জরিপী ইসলামপুর মৌজার বি.এস ৫২৪ নং খতিয়ানভুক্ত: বি.এস ৭৯২ দাগে নাল মোঃ ১৯ একর ভূমির অন্দরে মোঃ ১৪৭৬ একর ভূমি। যাহার চৌহদ্দিঃ- উত্তরে- মাসুদ তপাদার, দক্ষিনে- চলাচলের হাওলট, পূর্ব-জাকির মিজি, পশ্চিমে- অধিগ্রহণকৃত ০৪২৪ একর ভূমি, যাহা সাবেক বি.এস ৭৯২ দাগ হইতে অধিগ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর