চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন। চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল-ইমরান শোভন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র সদস্য মুনীর চৌধুরীসহ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অন্যান্যরা এবং সাধারণ সদস্যবৃন্দ।
সভাপ্রধানের বক্তব্যে প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, আমরা এ বছরও চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সম্পূর্ণ হয়েছে। সামনে আমরা ফ্যামিলি ডে অনুষ্ঠানের আয়োজন করব। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে প্রেসক্লাব কর্মকর্তাবৃন্দ পর্যায়ক্রমে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের মাঝে শুভেচ্ছা উপরও প্রদান করা হয়।
এবার ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রানার আপ হয়েছেন তালহা জোবায়ের – মাজহারুল ইসলাম অনিক ও সাইফুল আজম – এম এ লতিফ জুটি। ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন মাজহারুল ইসলাম অনিক ও রানারআপ তালহা জুবায়ের। ক্যারাম দ্বৈত চ্যাম্পিয়ন কাদের পলাশ -ওয়াদুদ রানা ও রানারআপ ইব্রাহিম রনি – অনিক জুটি। ক্যারাম একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কাদের পলাশ ও রানার আপ তালহা জুবায়ের। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ওয়াদুদ রানা ও রানার আপ তালহা জুবায়ের।
ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম ও কোষাধ্যক্ষ তালহা জুবায়ের।