নাশকতা মামলায় রামপুর ইউপির ওয়ার্ড আ’লীগের সদস্য রকিব আজাদ আটক

চাঁদপুর খবর রির্পোট: নাশকতা মামলায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (দক্ষিন আলগী) আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো: রকিবুল আহছান প্রকাশ রকিব আজাদ কে গ্রেফতার করা হয়েছে। তার পিতা -মৃত ফজলুল করিম প্রকাশ বাছেদ, মাতা-রোকেয়া বেগম, সাং- দক্ষিণ আলগী, (ফরাজী বাড়ী), ০৫নং ওয়ার্ড, রামপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর।

গতকাল ৬ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।

চাঁদপুর মডেল থানার, এফআইআর নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৯, ১৪৯/১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ (২) পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারার মামলায় রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (দক্ষিন আলগী) আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো: রকিবুল আহছান প্রকাশ রকিব আজাদ কে গ্রেফতার করা হয়।

নাশকতা মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

সম্পর্কিত খবর