ফরিদগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু! : মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘটনার বিবরণে জানা গেছে, চোর সন্দেহে গত ১৩ নভেম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘব রায় গ্রামে গণপিটুনির শিকার হন বাবু গাজী নামে যুবক।

২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। পরে মৃতের পরিবারের পক্ষে কুলছুমা বেগম (৩২) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখপূর্বক ১৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু মামলায় উল্লেখিত ব্যক্তিরা বাবু হত্যার সাথে জড়িত নয় দাবী করে মানববন্ধন করেন সংক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধনে তারা বলেন, বাবু একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা রয়েছে। চুরি করতে গিয়ে সে গণপিটুনি খেয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সে এ্যাম্বুলেন্সে এসে জমি রেজিস্ট্রি করেছে। পিটুনির পর থেকে সে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ কিংবা জিডি করেনি। অথচ মৃত্যুর পর তার পরিবারকে ব্যবহার করে বাণিজ্যে নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। তাই মিথ্যে মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সরকারের দায়িত্বশীল মহলের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর