চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ২টি জিআর পরোয়ানাভুক্ত ২আসামী গ্রেফতার করা হয়েছে।
৬ নভেম্বর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায় ও চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর নং-১২৯/২১,প্রসেস নং-২৩৯০/২৪ খ্রিঃ, তারিখ-০৫/১১/২০২৪ এর আসামী মোঃ জাকির হোসেন,পিতা-বিল্লাল শরীফ,মাতা-মাহিনুর, সাং-উত্তর শ্রীরামদী,(নিশি বিল্ডিং), থানা ও জেলা-চাঁদপুর, জিআর নং-৩২২/২৪, প্রসেস নং-২৩০৯/২৪, তারিখ-০৫/১০/২০২৪, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড এর আসামী শামীম(১৯), পিতা-মেজবা উদ্দিন বেপারী,সাং-উত্তর শ্রীরামদী, নিশি রোড, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।