
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশন এর বার্ষিক মেরামত ও সংরক্ষণ সংক্রান্ত জরুরী কাজের জন্য বাস সেকশন-১ এর আওতাধীন চাঁদপুর নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ১৬ ঘর, বাবুরহাট, ৩৩ কেভি মেঘনা ফিডারসহ বিভিন্ন স্থানে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।
৫ডিসেম্বর চাঁদপুর বিউবো এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত এব দপ্তরাদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, অত্র দপ্তরের নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ১৬ ঘর, বাবুরহাট, ৩৩ কেভি মেঘনা ফিডার আব ৭ডিসেম্বর ২০২৪ইং তারিখ শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেছ, ফিশারী গেইট ইত্যাদি বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।




