চাঁদপুর শহরের মমিন পাড়ায় তানযীমুল উম্মাহ মাদ্রাসা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের মমিন পাড়ায় তানজিমুল উম্মাহ মাদ্রাসার ১৪১ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মমিন পাড়ায় আফজাল ভবন মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধনী ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ খাজা ওয়ালীউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহ ওয়ালী উল্লাহ চিশতী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমরান হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন, তানযীমুল উম্মাহ মাদ্রাসার খুলনা মাদ্রাসার মাধ্যমিক শাখার অধ্যক্ষ মোঃ আরিফুল্লাহ।
এর পূর্বে দুপুরে বিভিন্ন আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করা হয়।

সম্পর্কিত খবর