সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি রাস্তা ও গাইডওয়াল ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি এবং একই ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করায় স্থানীয় প্রভাবশালী নারী স্বাস্থ্যকর্মী আকলিমা বেগমের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কালিকাপুর বাজার এলাকায় নারায়ণপুর-কালিকাপুর সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকাবাসী।
এতে অংশ নেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার প্রায় সহ¯্রাধিক মানুষ। পরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. কবির হোসেন প্রধান, আলম সরকার, মানিক মোল্লা, মিজানুর রহমান, আবু তালেব মুন্সি, আবুল হোসন, সুফিয়ান মজুমদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাংখিত এই রাস্তা তৈরিতে স্বাস্থ্যকর্মী আকলিমা বেগম পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি করায় রাস্তার কাজ বর্তমানে বন্ধ রয়েছে। অভিযুক্ত আকলিমা বেগম নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে জনগনকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে। তা না হলে আমরা এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
এদিকে একই ঘটনায় মানববন্ধন শেষে বিকাল ৫টায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একেএম কবির হোসেন প্রধান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন, আবুল মান্নান মুন্সি, রসুল মিয়া, আব্দুল হালিম, দেলোয়ার হোসেন হাজী, আওলাদ হোসেন মেরিন, খোকন সরকার, কবির প্রধান, বাবুল হোসেন, কাউছার সেকান্দার, আক্তার হোসেন চৌধুরী, মো. কামাল বেপারী, মফিজ বেপারী, খলিল বেপারী, আবুল হাসানাত, মতিন মুন্সি, রফিক ঢালীসহ কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর গ্রামের সর্বস্তরের জনগণ।