চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৭১ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব যুব বয়সী নরনারী ও তাদের অভিভাবক।
এদের মধ্যে ৬৫ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীতে ১ জন নারী রয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ৭১ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাঁদপুর জেলায় এ বছর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৭১ জন। নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে।
তিনি উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, চাকরি পেতে প্রত্যেক প্রার্থীকে মাত্র টাকা খরচ করতে হয়েছে। রাষ্ট্রের সেবায় মেধাবী ও দক্ষ পুলিশ জনবল নিশ্চিত করতে পেরে ভালো লাগছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, ৩টি ধাপ পেরিয়ে পুলিশ কনস্টেল (আরটিসি) পদে নির্বাচিত যারা হয়েছেন, তাদের গত ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়েছে। তারপর গৃহীত আবেদনের ভিত্তিতে শারীরিক মাপ নেওয়া হয় ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত। তাদের মধ্যে ২৪৭৮ জনের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ সংখ্যা থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয় গত বুধবার সকালে। সেই পরীক্ষায় যারা যোগ্যতার পরিচয় দিতে পেরেছেন, তারাই পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি লাভ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মারুফা নাজনীনসহ নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা।