চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩টি জিআর সাজা ও ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত ৪আসামী গ্রেফতার করা হয়েছে।
৫ ডিসেম্বর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায় ও চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এএসআই(নিরস্ত্র) প্রানকৃষ্ণ মন্ডল, এএসআই(নিরস্ত্র) তৌহিদুর রহমান, এএসআই(নিরস্ত্র) জিয়াউল হক মিলন এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানাধীন এলাকা থেকে ৩ টি জিআর সাজা ও ১ টি সিআর সাজা পরোয়ানাভুক্ত সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানার জিআর-৬২৭/১৯(সদর), ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১০(ক), প্রসেস নং-৬১৩/২৪, তাং-০৩/১২/২০২৪ ইং এর ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্তিত আসামী মোঃ আল আমিন খন্দকার বাবু, পিতা-মোঃ মান্নান খন্দকার, সাং-পালপাড়া, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর, জিআর-৩০/২১(সদর), ধারা-৩২৪ পেনাল কোড, প্রসেস নং-৫৮১/২৪, তাং-০১/১১/২০২৪ খ্রিঃ এর ২বছর কারাদন্ডে
আসামী মোঃ হাসান মিজি, পিতা-মোঃ মোস্তফা মিজি প্রকাশ মোস্তফা মিস্ত্রি, সাং-উত্তর চাঁদপুর, ৫নং ওয়ার্ড, গোবিন্দপুর ইউপি, এ/পি সাং-বাহের খলিশাডুলী (গাজী বাড়ী), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, জিআর-১৩১/১৮(সদর), ধারা-৩৮০ পেনাল কোড, প্রসেস নং-৪৭৩/২৪,তাং-০১/১০/২০২৪ খ্রিঃএর ১ বছর ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী রবিউল আউয়াল লিমন, পিতা-মৃত নুর মোহাম্মদ গাজী, সাং-গুনরাজী নিউ ট্রাক রোড, পাওয়ার হাউজের উত্তর পাশে, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর সিআর-১৫২, ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮, প্রসেস নং-৫৫০/২৪, তাং-০৪/১২/২০২৪ খ্রিঃ এর সাজাপ্রাপ্ত আসামী সজল তালুকদার, পিতা-মোঃ সোহরাব হোসেন, স্থায়ী সাং-দাউদখালী, পোঃ-দেবত্র, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-১০০ মোগওয়াট পিকিং পাওয়ার প্লান, পাওয়ার হাউজ, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।