চাঁদপুর খবর রিপোট : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাধনা ত্রিপুরা যোগদান করবেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি ফেনী জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখায়) কর্মরত আছেন।
সাধনা ত্রিপুরার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার গৌমতী গ্রামে। মতলব দক্ষিণের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার স্থলাভিষিক্ত হবেন সাধনা ত্রিপুরা।
বর্তমান ইউএনও ফাতিমা সুলতানাকে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।