চাঁদপুরে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা বিষয়ে মতবিনিময়

মহসিন হোসাইন: চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের চূড়ান্ত তালিকা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন- ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা দিতে আজকের এই মতবিনিময় সভা। তবে যতো দ্রুত সম্ভব তালিকাটি প্রকাশ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়।

গতকাল ৫ডিসেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আহত ও নিহতদের বিষয়ে পূর্ন তালিকা করার বিষয়, দাপ্তরিক কাজগুলো দ্রুত সমাধান, মাঠ পর্যায়ে কেউ বাদ গিয়ে থাকলে তাদেরকে এড করা, ভালোভাবে ভ্যারিফাইড করে তালিকাটি আগামী ২/১ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সিভিল সার্জন ডা. নূরে আলম দীন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট জাকারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আগত ডাক্তারগণ ও অন্যান্যরা।

সম্পর্কিত খবর