বড় শাহতলী গাজী বাড়ির মো: দুলাল গাজী’র ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের গাজী বাড়ি নির্বাসী মৃত জলিল গাজীর ছোট ছেলে মো: দুলাল গাজী ইন্তেকাল করেছেন।

৫ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ কররন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল বাদ আসর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাজী ওহাব খান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদউল্ল্যাহ। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী,পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার সভাপতি মো: হানিফ চৌধূরী, পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাম বাঙ্গালী, শাহতলী ভূমি অফিসের অফিস সহায়ক মো: দেলোয়ার হোসেন খান, মরহুমের চাচাতো ভাই খোকন গাজী, মরহুমের ভাতিজা মো: সাইফুল গাজী, মরহুমের ভাগিনা মাসুদ গাজী, ভাগিনা তাহের গাজী, মরহুমের বড় ভাই নূরা গাজী, মরহুমের বড় ছেলে রুবেল গাজী, ছোট ছেলে কাউছার গাজী।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর