চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলেন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের এজেন্ডাভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোকপাত করা হয় ।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার বক্তব্যে বলেন, বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এখানে মুহূর্তে আর কোনো কারুকাজ করে লাভ নেই। আপনারা আমাকে একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করুন,আমি সেটা বিদ্যালয়ের নামে অনুমোদন কিংবা লীজের ব্যবস্থা করে দিবো, আমি সেখানে স্থায়ীভাবে একটা ভবন নির্মাণ করে বিদ্যালয়টি দাঁড় করিয়ে দিবো। আমি আপনাদের প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার, মনিটর ও প্রিন্টারসহ আরো আনুসাঙ্গিক যা যা লাগে এগুলো দেওয়ার ব্যবস্থা নিবো । দ্রুত আবেদন করুন । আমরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় তাই করবো ।
তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদেরকে তাদের মায়েরাও লালন পালন করতে যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে আপনারা বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা যথেষ্ট কষ্ট করেন এবং তাদের প্রতি আপনার প্রশংসনীয় ভূমিকা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরো বলেন, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড,চাঁদপুর রেলওয়ে কিংবা চাঁদপুর জেলা পরিষদের অনেক জায়গা আছে । বিশেষ করে চাঁদপুরের উপ-শহরে চাঁদপুর জেলা পরিষদের নামে জায়গা দেখুন । আমি উক্ত জায়গা দ্রুত সময়ের মধ্যে অত্র বিদ্যালয়ের নামে লীজের ব্যবস্থা নিবো । বুদ্ধি প্রতিবন্ধীদের উন্নয়ন,শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করণ, তাদের শিক্ষক সংকটের বিষয়, খেলাধুলা এবং লেখাপড়ায় মানোন্নয়নে সহযোগিতা দিবেন বিদ্যালয়কে।
তিনি বলেন, চাঁদপুরের উপশহরে জায়গা পেলে অচিরেই আশা করা যায় বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী আবাসনের বন্দোবস্ত হবে। এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়টির উন্নয়নে সার্বিক বিষয়েও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি তার মত ব্যাক্ত করেন।
সবশেষে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করে তাদের পাশে থাকার জন্য বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মোঃ ইসমাইল তপাদার কাঞ্চন ও দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যদের তিনি ধন্যবাদ জানান।
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিক প্রতিমা রানী ভৌমিক এর সঞ্চালনায় সভায় অংশ নেয় এবং বক্তব্য রাখেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য , সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল তপাদার কাঞ্চন, ব্যাবস্থাপনা কমিটির দাতা সদস্য , সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,
কমিটির সদস্য ও সুইড বাংলাদেশ নির্বাহী সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান,সদস্য বীর মুক্তিযোদ্ধা সাঁতারু সানাউল্লাহ খান , কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এর পক্ষে অফিসার মোঃ মনিরুল ইসলাম,চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারক মোঃ মোসাদ্দেক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পক্ষে সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুর হক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে ছিলেন ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোরশেদ আলম খান, অভিভাবক মোঃ তাজুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।