ফরিদগঞ্জে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভা

মামুন হোসাইন :+ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেছেন, আমি জনপ্রতিনিধি না হয়েও ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করেছি তা আপনারা দেখেছেন। আমি যদি রাজনীতি নাও করি তাও আপনাদের জন্য, সাধারন মানুষের জন্য কাজ করবো। আমি আপনাদের সেবা করতে এসেছি আপনাদের সেবা করে যাবো, আমার কোন পদের প্রয়োজন নেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে থেকেই আপনাদের সেবা করতে চাই।

আপনাদের দাবীর প্রেক্ষিতে আমি জনগণের কর্মচারী হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করছি। সেই জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের কর্মচারী বা চাকর হওয়ার সুযোগ দিবেন বলে আমি আশা করি।
২০ নভেম্বর (বুধবার) বিকালে বিরামপুর শহীদ জাবের উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ মিঠু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মআহ্বায়ক , মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, নজরুল ইসলাম নজু, আব্দুল খালেক পাটওয়ারী, মাসুদ আলম বেপারী ও পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।

এসময় উপস্তিত ছিলেন পৌর বিএনপি নেতা জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাধারন সম্পাদক আমিনুল হকসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সকল সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর