চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন ইউপি মেম্বার আটক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৪ জন ইউপি মেম্বারকে গতকাল বুধবার (২০ নভেম্বর) আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মকবুল হোসেন, এএসআই (নিঃ) প্রানকৃষ্ণ মন্ডল ,এএসআই মিজান সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন : ১। মিজানুর রহমান (৫০), পিতা-মৃত আঃ কুদ্দুছ মিয়া, সাং-দক্ষিন বালিয়া, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর (০৮নং ওয়ার্ড মেম্বার ও ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী, ১২নং চান্দ্রা ইউপি)।

২। আবুল কালাম পাটওয়ারী (৫৯), পিতা-মৃত আবুল হোসেন পাটওয়ারী, সাং-দক্ষিন বালিয়া, ০৭নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর (০৭নং ওয়ার্ড মেম্বার ও ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী, ১২নং চান্দ্রা ইউপি)। এবং চাঁদপুর মডেল থানার, এফআইআর নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৯, তারিখ-২০ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮; এর সন্দ্বিগ্ধ ।

৩। মোঃ খাজা আহাম্মদ পাটওয়ারী (৬৫), পিতা-মৃত রেজা পাটওয়ারী, সাং-বাখরপুর, ০১নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর (০১নং ওয়ার্ড মেম্বার ও ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, ১২নং চান্দ্রা ইউপি)।

৪। হাজী আলী আহম্মদ (৬৫), পিতা-মৃত ইলিয়াস কবিরাজ, সাং-বাখরপুর, ২নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর (০২নং ওয়ার্ড মেম্বার ও ০২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, ১২নং চান্দ্রা ইউপি)। বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর