প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশন, দৈনিক খোলা কাগজ ও দৈনিক শপথের মতলব প্রতিনিধি সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হয়েছে।
যানা জায়, গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেইসবুক পেইজের এক পোস্টে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। ঐ পোস্টে লিখেছেন “মিজানুর রহমান চাঁদপুরের মতলব উত্তর থানায় এসআই হিসেবে কর্মরত আছে।
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ীতে স্থানীয় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সুমন আহমেদকে সাথে নিয়ে রাত্রী বেলায় আক্রমন করেন, বলেন ঢাকার মামলায় অজ্ঞাত আসামী তিনি। যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে স্থানীয় মামলায় অজ্ঞাত নামক আসামী হিসেবে চালান দেয়া হবে।”
এ বিষয়ে সাংবাদিক সুমন আহমেদ জানান, কেবা কাহারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেইজে পোস্ট করিয়েছে। বিষয়টি দুঃখজনক। আমি এই বিষয়ে কিছুই জানি না।
বিষয়টি নজরে আসলে বুধবার (২০ নভেম্বর) মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খানের স্বাক্ষরিত মতলব উত্তর প্রেসক্লাবের প্যাডে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন “গতকাল ১৯ নভেম্বর ২০২৪ইং মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টিভি মতলব প্রতিনিধি জনাব সুমন আহমেদ কে ও মতলব উত্তর থানার এস আই মিজানুর রহমান কে জড়িয়ে ‘Bangladesh Awami League’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পুলিশ যখন নিপীড়ক, চাঁদাবাজি যার বর্তমান জীবিকা শিরোনামে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করে। মতলব উত্তর প্রেসক্লাব এর পক্ষ থেকে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন সাংবাদিক সুমন আহমেদ দীর্ঘদিন যাবৎ মতলব উত্তর উপজেলা এলাকায় এশিয়ান টেলিভিশন, দৈনিক খোলা কাগজ ও দৈনিক শপথ মতলব প্রতিনিধি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন।
নেতৃবৃন্দ মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন আহমেদ কে জড়িয়ে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি ছরিয়ে তাহার সুনাম ক্ষুন্ন করায় জড়িতদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরুধ জানান।”