চাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার : কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে চাঁদপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বোরো ধানের উফশী জাতের বীজ, সার এবং বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ কর্মসূচীর আওতায় রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার এ কর্মসূচি উদ্বোধন করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ।

চাঁদপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৪০০শ’ জন কৃষকদের মাঝে বোরো উফশী ও হাইব্রিড ধান। প্রতি কৃষক ৫ কেজি বোরো উফশী,১০ কেজি বোরো ডিএমপি, ১০ কেজি এম ও পি বোরো। ১১০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হয়।

তিনি বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই কৃষি উৎপাদনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধি করে তোলার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। সরকার আপনাদের পাশে সব সময় আছে। আপনারা যে যার যার সাধ্যমত চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারো জমি খালি রাখবেন না।

চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার, সুমি আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাদিকা বেগম প্রমুখ।

সম্পর্কিত খবর