কুমিল্লায় হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময়

হাবিবুর রহমান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সবাই এক হয়ে তার জন্য কাজ করবো। আমাদের নেতা জনাব তারেক রহমান।এর বাইরে কোন নেতা নেই।

গতকাল কুমিল্লা বিশ্ব রোডস্থ হোটেল নুরজাহান হাজীগঞ্জ শাহারাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন আমরা বিগত ১৭ বছরের শেখ হাসিনার স্বৈর শাসন থেকে বেরিয়ে এসেছি।
তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার কে কোন ভাবেই ব্যার্থ হতে দেয়া যাবে না।

দীর্ঘ ১৭ বছর পর প্রবাস জীবন অতিবাহিত করার পর তিনি এই প্রথম প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

হাজীগঞ্জ পৌরসভা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত অনিক এবং শাহারাস্তি বিএনপি নেতা হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে রক্ত রাখেন হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার, শাহারাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ এবং পৌরসভার মেয়র গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে দুই উপজেলার প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর