ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে ইভা আক্তার (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের চৌয়াল বাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের ইমাম হোসেনের মেয়ে। ইভা শোল্লা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের ন্যায় সকালে সে কলেজে যায়, বিকেলে কলেজ থেকে এসে নিজেদের বসতঘরের শয়ন কক্ষে চলে যায়। কিছুক্ষণপর তার পরিবারের সদস্য ডাকাডাকি করে, তার কোন সারা-শব্দ না পেয়ে এক পর্যায়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে তার মরদেহ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোবস্থায় ঝুলে আছে। এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে কলেজ শিক্ষার্থী ইভার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। তার মৃতদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর