চাঁদপুর সরকারি হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় পরিচালক

চাঁদপুর খবর রিপোর্ট : চট্রগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা বলেছন, চাঁদপুরে রুগীর সেবা নিশ্চিত করতে খুব দ্রুত সময়ের মধ্যে হতে যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের ভবন। জেলা বাসীর উচ্চ চিকিৎসা সেবা নেওয়ার প্রতিষ্ঠান ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল।

এ প্রতিষ্ঠানে আগত সেবা প্রার্থীদের চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখানে যারা কর্মরত কর্মকর্তাদেরকে সেবামূলক মন ভাব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনেকালে আগত সেবা প্রার্থীদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি অত্যান্ত দৃড়তার সাথে বলেন, কোনো চিকিৎসক কোনো কোনো রোগীর সাথে খারাপ আচরণ করার বিষয়ে অভিযোগ পাওয়ার পর তা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি হাসপাতালের যে সকল সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই সমাধান করার আশ্বাস দেন। তিনি হাসপাতালে দায়িত্বরত সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

তিনি উপস্থিত সাংবাদিক ও সুধীজনদের বলেন, আমি নোটিশ ছাড়া এবং কোনো ঘোষণা ছাড়াই বিভাগীয় পরিদর্শনে নেমেছি। আমার পথে পথে যত সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পড়েছে সবগুলো আমি দেখে এসেছি। এ হাসপাতালে সন্ধ্যায় আসার কারণ হলো, এ সময়টাতে কী ধরনের সেবা আমাদের চিকিৎসকগণ দেন সেটি দেখার জন্য আমি এসেছি। হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত সংবাদ কর্মী ও দর্শনার্থীরা উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ সামছুন নাহার তানিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও বিগত দিনের নানা বিষয়ে অভিযোগ তুলে ধরে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানালে তিনি উল্লেখিত অভিযোগ গুলোর বিষয় জেনে ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিযোগকারীদেরকে আশ্বস্ত করেন।

এ ছাড়া ও তিনি উক্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরে আলম দ্বিন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবর রহমান, আরএমও ডাঃ আসিবুর রহমান,ডা:সৈয়দ আহমেদ কাজলসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, ইন্টার্নি চিকিসক, নার্স, হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ।

তবে উক্ত হাসপাতাল পরিদর্শনকালে তিনি অত্যান্ত মনোযোগ সহকারে অভিযোগগুলো শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শন কালে কর্মরত সকল চিকিৎসককে জনসাধারন যাহাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পায়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

তিনি চাঁদপুরবাসীকে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করারও আহবান জানান। পরে তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে বৈঠক করেন। এদিকে সন্ধ্যার পূর্বে বিভাগীয় পরিচালক চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় পরিদর্শন করেন এবং উক্ত অফিসে দীর্ঘ সময়ে সভা করেন।

সম্পর্কিত খবর