চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার সকল থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম শুরু করা হয়েছে।
১৯ নভেম্বর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম শুরু করা হয়।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশ কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে মোটরসাইকেল পেট্রোলিং চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে এবং এলাকা জুড়ে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করবে।
চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় উক্ত মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে।