মতলব উত্তরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন : বিএনপির সংবাদ সম্মেলন

শামীম আহমেদ জয় মতলব উত্তর :আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়িতে গত শনিবার (১৬ নভেম্বর) রাতে ভাংচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মো. সিপন মিয়া বাদী হয়ে ৪১ জনকে আসামি করে এবং ৭০/৮০ জনকে অজ্ঞাত করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৪। মামলার পরিপ্রেক্ষিতে ৬জন আসামিকে গ্রেফতার করে চাঁদপুর আদালতে প্রেরন করেন থানা পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

সংবাদ সম্মেলনে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার ১৬ নভেম্বর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেবের বাড়িতে কে বা কাহারা রাতের অন্ধকারে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

অগ্নি সংযোগ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত নেই কেউ। আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি সানাউল্লা হক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়াত খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার,

সাধারণ সম্পাদক কবির সরকার, প্রচার সম্পাদক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা তালহা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ মিয়া, বিএনপি নেতা আমান উল্ল্যা মৃদা, বাবুল খান, আমজাদ গাজী’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্পর্কিত খবর