মতলবে মাদ্রাসার সুপারকে মারধর থানায় অভিযোগ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলার ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলনা আমিনুল এহসানকে মারধর ও প্রান নাশের হুমকী দেওয়ায় মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

অভিযোগ পত্রে জানাযায় গত ১৮ নভেম্বর বেলা ১১টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন বখাটে যুবক মাদ্রাসার সুপারের কক্ষে প্রবেশ করে সুপার মাওলনা আমিনুল এহসানের সাথে অশুভ আচরন, মারধর ও তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরুধ করে মেরে ফেলার চেষ্টা করে এলাকার মৃত আঃআজিজ প্রধানের ছেলে ইকবাল হোসেন, তার ভাই ইমাম উদ্দিন ও জামাল উদ্দিনের ছেলে শান্ত,

রাজ্জাকের ছেলে হেলাল উদ্দিন, মোহাম্মদ আলীর ছেলে রহিম, শাহআলমের ছেলে শাহজালালসহ ১৫ – ২০ জন মাদ্রাসায় হামলা করে সুপারকে মারধর করে এ সময় তার চিৎকার আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে । পরে সুপার বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আমিনুল এহসান বলেন মাদ্রাসার কয়েক জন শিক্ষার্থীদের ক্লসে আমি শাসন করায়। ওই শিক্ষার্থীদের (অভিবাভক) ছাত্রীর ভাইসহ মাদ্রাসায় এসে সকল শিক্ষকদের সামনে আমকে গালমন্দ ও হাতাহাতি ও গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে । পরে আসে পাশের লোকজন আমাকে উদ্ধার করে । এ ছাড়াও তারা আমার বিরোদ্ধে অপপ্রচার চালাচ্ছে ।

বিষয়টি আমি নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে থানায় অভিযোগ করেছি ।

এ বিষয়ে ইকবাল হোসেনের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া য়ায়নি। মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন মাদ্রাসার সুপারের অভিযোগ পেয়েছি । তদন্ত চলছে ।

 

সম্পর্কিত খবর