চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে বরিশালগামী ১টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। পরে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সম্পর্কিত খবর