বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নৈতিক শিক্ষায় অনুপ্রানিত করার লক্ষ্যে সততা সংঘের সদস্যদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লা মিয়া, প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এসময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ অন্যান্যরা।

 

সম্পর্কিত খবর