চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামীদের পিডিও ট্রেনিং সম্পন্ন

মহসিন হোসাইন: চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামীদের পিডিও ট্রেনিং সম্পন্ন হয়েছে।
গতকাল ১৯নভেম্বর(মঙ্গলবার)সকালে শহরের ফিসারিগেট সংলগ্ন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামীদের পিডিও ট্রেনিং দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের এনডিসি(সার্বিক) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জনসংখ্যাকে যে সকল দেশ জন সম্পদে তৈরি করেছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু জনসংখ্যাকে যারা জনসম্পদে রূপান্তর করতে পারেনি তাঁদের‌ই সমস্যা হচ্ছে।জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তাই আমরাও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে চাই।

এসময় তিনি ইউরোপসহ উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, জাপান তাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। তাদের জনসংখ্যাকে এখন বোঝা বলা যাবেনা। তাঁরা আজকের বিশ্বে সর্বোচ্চ এগিয়ে। আমরা তাদেরকেই ফলো করবো, যারা উন্নত বিশ্বে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে চলছে।

এসময় তিনি ফিঙ্গার দিতে আসা বিদেশগামীদের ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে চলাফেরা, বিদেশ যাওয়ার আগে ও পরের প্রস্তুতি, শৃঙ্খলা ও আইন মেনে বিদেশে কাজ করা, জনসংখ্যা বৃদ্ধির উপর সেটাকে জনশক্তিতে রূপান্তর করে ব্যাখ্যা প্রদান সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

তিনি আরো বলেন, শৃঙ্খলা ভাঙ্গলে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন না। আবার শৃঙ্খলা মানলে আপনি বহুদূর যেতে কোনো বাধা থাকবেনা। তিনি বলেন, বিদেশে গেলে যদি শৃঙ্খলা না মেনে চলে তাহলে প্রবাসীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি।

প্রবাসীদের উদ্দেশ্যে এনডিসি বলেন, বিদেশে আপনার পরিচয় হলো আপনি একজন বাংলাদেশী। আপনি আইন মানেন না, শৃঙ্খলা মানেন না,আপনি দেশের মাথা নিচু করছেন। আবার আপনি শৃঙ্খলা মানলে দেশের মাথা উঁচু করছেন। এতে কিন্তু আপনার মনেও শান্তি আসবে, দেশের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

আমরা যে যে ধর্মের সে তার ধর্ম মেনেই যেমন চলি, ঠিক তেমনি বিদেশেও আপনারা আপনাদের শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনাদের ভিতরে যে অভিজ্ঞতা রয়েছে সেটি দিয়েই এই দেশকে উন্নত শিখরে নিয়ে যাবেন। আপনারা বিদেশের মাটিতে শৃংখলার সাথে দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা একদিনের সাফল্যে না গিয়ে স্থায়ী সাফল্যের কথা চিন্তা করবো।

এসময় বিদেশগামীদের পিডিও ট্রেনিংয়ে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার- মোঃ শফিকুর রহমান।

ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য বিদেশগামী কর্মীরা।

সম্পর্কিত খবর