চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজীগন্জের রাজারগাঁও ইউনিয়নের বাখরপাড়া গ্রামের নির্বাসী মো: মোহসীন উদ্দিন এর পারিবারিক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯নভেম্বর (মঙ্গলবার) বাদ জোহর জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন এর হাজীগন্জের রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলীস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য , চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় আরও অংশগ্রহন করেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া,
বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন,
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা,
সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক মো: রবিউল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার,
অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ শাহতলীস্থ ও রাজারগাঁওস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।