চাঁদপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর দায়িত্ব পালনের জন্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

গত (১৩ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে নিযুক্ত করেন।

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি বিএনপি সমর্থিত প্যানেলে ( সভাপতি পদে) নির্বাচিত হয়েছিলেন। তাঁর বাবা মৃত আব্দুল মতিন মিয়া ছিলেন একজন ভালো হাস্যজ্জল, মিশুক প্রকৃতির মানুষ।

গত ০১/০৪/১৯৯৫ খ্রি. থেকে আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যাবৎ চাঁদপুর জেলা জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার তাকে অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অভিনন্দন

চাঁদপুর জেলা জজ আদালতের দায়িত্ব পালনের জন্যে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত মৈশাদী ইউনিয়নের কৃতিসন্তান অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মৈশাদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ,জেলা পরিষদের সাবেক সদস্য সদর উপজেলা বিএনপিরর সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।

সম্পর্কিত খবর