মহসিন হোসাইন : চাঁদপুরে জেলা প্রশাসনের সাথে সরকারি আইন কর্মকর্তাগণের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮নভেম্বর (সোমবার) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন- আমি চাই সরকার যেমন ন্যায়বিচার চায়, তেমনি সাধারণ মানুষও যেন ন্যায়বিচার পায়। আপনারা চাইলে যারা পিপি ও এপিপি আছেন আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিভিন্ন প্রয়োজনীয় জরুরি বিষয়ে অবগত করতে পারেন আমাকে। সমস্যা সমাধানের জন্য আপনি সহজে কাজ করতে পারেন এভাবে।
আমরা চাই নিরপরাধ ব্যাক্তি যেন খালাস পায়,ন্যায়বিচার পায়। অপর দিকে যে অন্যায় করবে তার জন্য উপযুক্ত শাস্তি অবশ্যই থাকবে আইনানুযায়ী। আপনারা কোর্টের যে প্রসিডিউর আছে সে অনুপাতে কাজ করবেন। আমি আপনাদের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।
এসময় জেলা প্রশাসক আইনগত সার্বিক বিষয়ে সরকারি আইন কর্মকর্তাগণকে অবগত করেন এবং শৃঙ্খলা বজায় রেখে সৎভাবে কাজ করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন – চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার( প্রসাশন ও অর্থ)সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(রাজস্ব)নূরুল হাই মোহাম্মদ আনাস।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রীপন।
মতবিনিময় কালে আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তাসহ পিপি ও এপিপিগণ এবং জিপিসহ অন্যান্যরা।