সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিনে গলায় দড়ি দিয়ে আমেনা আক্তার নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ডের উদমদী দর্জি বাড়ীতে ।
সরজমিনে জানাযায় গত ১৮ নভেম্বর সকাল ১০টার সময় বাড়ীর সকলের অগোচরে ঘরের দরজা বন্ধ করে দিনমজুর মোঃ তৈয়ব আলী দর্জির মেয়ে মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী আমেনা আক্তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও ৫ ওয়ার্ড বিএনপির সভাপতি ও কমিশনার শাহজাহান সাগর ।
ঘটনার সময় তার বড় বোন হালিমা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং তার পিতা ও মাতা পাশের বিলে কৃষি কাজ করছিলেন । আমেনা এক ভাই ও ২ বোনের মধ্যে ছোট । তার বড় বোন হালিমা আক্তার জানান ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে আমেনাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেংগে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । তার ডাকচিৎকারে আসেপাশের লোকজন এসে ঝুলন্ত আমেকে নিচে নামিয়ে ফেলেন ।
কি কারনে সে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন কি কারনে বা কেন আত্মহত্যা করেছে আমরা জানিনা । কি কারনে আমেনা আত্মহত্যা করেছে তা এখনো জানাযায়নি ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।