এস. এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সফর আলীর পুত্রবধূকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে (১৭ নভেম্বর) রোববার গভীর রাতে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা এলাকার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সফর আলীর মেজ ছেলে মাদক ব্যবসায়ী শামসুল আলম মাসুদের স্ত্রী নাসিমা বেগম(২৭) কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডি.ডি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লেফট্যানেন্ট মোঃ মানজুরসহ ১৯ জন সেনাসদস্য, ফরিদগঞ্জ থানার এস.আই মো.আনোয়ার হোসেন, এ.এস.আই মো. বেলায়েত হোসেনসহ আরো অনেকে।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সফর আলীর ছেলে শামসুল আলম মাসুদ ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাসুদ ইতিপূর্বে ইয়াবাসহ কয়েকবার গ্রেফতার হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মুক্তিযোদ্ধা সফর আলীর ছেলে মাসুদ ও তা স্ত্রী এ এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। তাদের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৭ পিস ইয়াবাসহ নাসিমা বেগমকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে ১৮ নভেম্বর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।