সাংবাদিক সোহেল রুশদীর শোক
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের হাশেম মিজি বাড়ি নির্বাসী মোঃ হারুন মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)
গতকাল ১৮নভেম্বর (সোমবার) দুপুর ১টায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ৩মেয়ে সহহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৮নভেম্বর বাদ এশা মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জানাযায় অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্যাহ, শিক্ষক মাও. বাহাউদ্দিন, জিলানী চিশতী উবির শিক্ষক মো: গিয়াসউদ্দিন, ২৮নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: দিদার হোসেন মিজি, স্টেশন মসজিদের ইমাম হাফেজ মাও.ইব্রাহিম, সাবেক মেম্বার মো: সফিক কারী, বর্তমান মেম্বার মো: বিল্লাল হোসেন খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, স্থানীয় শ্যামা মিজি, রফিক মিজি, মো: রনি মিজি, স্থানীয় মো: বাবুল কারী, মো: শরিফ মিজি, মো: সুমন মিজি, মো: অলি মিজি, বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, মো: মিজান মুন্সি, , স্থানীয় মো: নুরুল হক মুন্সি, কালাম মিজি, মো: রাজন মিজি, রিয়াদ মিজি, মো: মালেক খান, মিজান মুন্সি, নুর মোহাম্মদ মুন্সি, বাশু মিজি ,মরহুমের ছেলে রাসেল মিজিসহ শতশত মুসল্লীগণ।
শোক প্রকাশ
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।