স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আবদুল খালেককে গ্রেফতার করেছে।
১৭ নভেম্বর চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিকনিদের্শনায় মতলব উত্তর ধানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে অর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাফর আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবদুল খালেক মোল্লাকে গ্রেফতার করেন।
মতলব উত্তর উপজেলার পশ্চিম লুধুয়া (মোল্লা বাড়ি) গ্রমের মৃত নোয়াব আলী মোল্লার ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আবদুল খালেক মোল্লা।
এফআইআর নং-৫/৮৯, তারিখ- ১৫ অক্টোবর, ২০০৮: জি আর নং-৮৯, তারিখ- ১৫ অক্টোবর, ২০০৮, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০- এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আবদুল খালেক মোল্লা। প্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।