স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৭ নভেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, আমি মরহুম আলমগীর হায়দারের হাত ধরে ফরিদগঞ্জে রাজনীতির মাঠে এসেছি।
তাই দলের আদর্শ কখনো বিকিয়ে দেই নি এবং ভবিষ্যতেও দিবো না। আমি গত তিন দশক ফরিদগঞ্জ উপজেলার আনাচে কানাচে উন্নয়নে কাজ করেছি। এমন কোন গ্রাম বাদ পড়েনি, যেখানে আমার হাতের ছোঁয়া লাগেনি। আমি ইতোপূর্বে ধানের শীষের প্রতীক পেয়েছিলাম।
আওয়ামী লীগের নেতাদের সহায়তায় আমার বুকে চুরি মেরে ওই মনোনোয় প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। ওই প্রতারক এখনো, ফরিদগঞ্জে বিভিন্ন সভা সমাবেশ করছে। আজ আপনাদের সামনে আরেকটি কথা দিচ্ছি, ওই প্রতারক ছাড়া আর যে কেউ বিএনপির মনোনয়ন নিয়ে আসবেন। আমি তার জন্য মাঠে নামবো।
ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুর রহমান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা সফিউল বাশার মুকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ । এছাড়া অতিথি হিেেসব বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আরিফ পাটওয়ারী এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।