চাঁদপুরে বয়স ভিত্তিক ক্রিকেটারদের খোঁজ খবরে এডিসি মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালে বয়স ভিত্তিক ক্রিকেটারদের খোজসহ মাঠের বিভিন্ন বিষয়ে খোজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এডিসি মোস্তাফিজুর রহমান।

শনিবার ( ১৬ নভেম্বর ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে নোয়াখালী জেলা অনুর্ধ্ব ১৪ ও চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলার সময় তিনি মাঠে আসেন। এ সময় দু’দলের খেলোয়াড় ও কমর্কতাদের সাথে তিনি কথা বলেন। পরে তিনি স্টেডিয়ামের বিভিন্ন কাজ ঘুরে দেখেন।

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে টসে জয়লাভ করে নোয়াখালী জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল। তারা ব্যাট করার জন্য চাঁদপুর দলকে আমন্ত্রণ জানায়। চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ দল প্রথমে ব্যাট করে নিধারিত ৩৫ ওভারে ২ উইকেটে ১৮৬ রান করেন। জবাবে নোয়াখালী জেলা ক্রিকেট দল ১৮৭ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।

তারা ৩৪ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৪৪ রান করেন। চাঁদপুরের দলটি ৪২ রানে জয়লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট কোচ ও চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় কোচ শামিম ফারুকী, নোয়াখালী জেলার ক্রিকেট কোচ সদেশ মজুমদার, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম সহ জেলা ক্রীড়া সংস্থার অনান্যরা।

ক্রিকেট কোচ সদেশ ও পলাশ এ প্রতিবেদককে জানান আমরা প্রায়ই সময় ক্রিকেটারদের খেলার উন্নয়নের জন্য ম্যাচের আয়োজন করি। এতে করে ক্রিকেটাররা তাদের খেলার প্রতি আগ্রহ বাড়বে। জেলা প্রতি ম্যাচ খেললে ক্রিকেটারদের খেলার মান বাড়ে।

সম্পর্কিত খবর