চাঁদপুর খবর রিপোর্ট : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক দু’বারের সংসদ সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলনকে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা পদে মনোনীত করা হয়নি। গতকাল চাঁদপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।
এ বিষয়ে গতকাল দৈনিক চাঁদপুর খবরসহ ক’য়েকটি পত্রিকাসহ অনলাইনে সংবাদ প্রকাশিত হয় । যদিও নিউজের অনুসন্ধ্যানে এমন সত্যতা পাওয়া যায়নি ।
এ ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্থানীয় কচুয়া প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ড. আ ন ম এহছানুল হক মিলন ভাই চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা হয়েছেন এমন কোন অফিসিয়াল চিঠির খবর জানা যায়নি। কচুয়ায় এ ব্যাপারে কোন তথ্য নেই কিংবা চিঠিও নেই ।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক চাঁদপুর খবরকে জানান, ড. আ ন ম এহছানুল হক মিলন তিনি আমাদের কেন্দ্রীয় নেতা ও তবে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা হওয়ার ব্যাপারে কোন অফিসিয়াল কোন চিঠি আমাদের কাছে নাই। কিংবা এমন তথ্য আমাদের কাছে নেই ।