প্রধান উপদেষ্টার কাছে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তাবায়ন চাই এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণ দাবীতে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে চাঁদপুর জেলা ক্যাব নেতৃবৃন্দ।

গতকাল ১৭ নভেম্বর রোববার বিকালে চাঁদপুর জেলা ক্যাবের সাধারন সম্পাদক অধ্যাপক মোশারেফ হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ২১ টি দাবি উল্যেখ করা হয়। উল্লেখযোগ্য দাবির মধ্যে হলোঃ কষ্ট প্লাস নয়, কষ্ট বেসিস লুন্ঠিনমুক্ত মুনাফাবিহীন জ্বালানি খাত পরিচালনা ও উন্নয়ন নীতির ভিত্তিতে সরকারি সেবা খাত হিসাবে বিইআরসি’র আওয়তায় অবিলম্বে বিদ্যুত ও প্রাথমিক জ্বালানি খাত সংস্কার করতে হবে।

ভর্তুকি ও মুল্যহার ব্যতিত বিদ্যুত ও প্রাথমিক জ্বালানি সরবরাহে লুন্ঠিনমুলক ব্যয় রোধ করে ঘাটতি সমন্বয়ের নিশ্চয়তা।জনগনের জ্বালানি সুবিচার নিশ্চিত করা জন্য বিগত সরকারের আমলে জনস্বার্থে দায়েরকৃত সকল মামলা সরকারের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ।

বিদ্যুত বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং ইউটিলিটি সমূহের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ বিইআরসি দ্বারা গঠিত ট্রাইব্যুনাল কতৃক নিষ্পত্তি করতে হবে।সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডঃ তৌফিক ই এলাহি চৌধুরী, সাবেক বিদ্যুত সচিব ও মুখ্য সচিব ডঃ আহমেদ কায়কাউস এবং সাবেক বিদ্যুত সচিব ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সাবেক বিদ্যুত সচিব বিইআরসির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিঃ এর পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মনোয়ার ইসলামের জ্বালানি অপরাধী হিসাবে বিচার চাই।

পেট্রোলিয়াম পণ্যসমূহের বিদ্যমান মূল্যহার ন্যায্য ও যৌক্তিক কিনা তা যাচাই বাছাইয়ের প্রস্তাব বিইআরসিতে পাঠানোর জন্য বিপিসিকে নির্দেশ প্রদান এবং সেই সাথে ২০১২ সাল থেকে পেট্রোরলিয়াম পণ্যের মূল্যহার নির্ধারন সংক্রান্ত আটকে রাখা ৩ টি প্রবিধান কোনো রকম পরিবর্তন ব্যতিত অবিলম্বে গেজেটে প্রকাশ মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

এমনি ভাবে ২১ টি দাবি উল্যেখ করে প্রধান উপদেষ্টার কাছে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সাবেক সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর,চাঁদপুর জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার , কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মন্টু গাজীসহ সদস্যরা।

সম্পর্কিত খবর