স্টাফ রিপোর্টার : বার বার ফলের চারা ভেঙে, উপড়ে ফেলে এবং চুরি করে নিয়ে এক উদ্যোক্তার স্বপ্নকে নি:শেষ করে দিচ্ছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের আধঁারে চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের এনায়েতনগর সেখেরহাট বাজার সংলগ্ন মরহুম মতিন তালুকদারের বড় ছেলে আলমগীর তালুকদারের নিজ ভূমিতে রোপণ করা প্রায় অর্ধশত উন্নত জাতের আমের চারা কেটে, উপড়ে ফেলে দেয় এবং কিছু চারা চুরি করে নিয়ে যায দুর্বৃত্তরা। বয়োবৃদ্ধ আলমগীর তালুকদার জানান, ইতোপূর্বেও একই চক্র ওই বাগানে তার রোপনকৃত কাঁঠাল,লিচু,জামসহ নানা ফলের চারা তুলে নিয়ে যায়।
কে বা কারা কেন তার এই ক্ষতি সাধন করছে তিনি তা জানেন না। এব্যাপারে তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।