মহসিন হোসাইন: চাঁদপুর জেলা স্কাউটের দুর্নীতিবাজ এবং স্বৈরাচারী নেতৃত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুর স্কাউট’কে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
ফ্যাসিবাদের দোসর ও আওয়ামীলীগের দোসরদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা স্কাউট কমিটি বাতিল এবং সম্পাদক অজয় ভৌমিক ও দোসর নারী লিপ্সু হাসিব খানের পদত্যাগের দাবিতে গতকাল ১৭নভেম্বর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সামনে বৈষম্যবিরোধী স্কাউট আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
ভারতীয় দালাল অজয় ভৌমিক এবং নারী লিপ্সু হাসিবের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন কালে উপস্থিত স্কাউট সদস্যরা বক্তব্যে বলেন- স্কাউটিং-এর আদর্শ রক্ষা করতে এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই, স্কাউটিং হোক স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং প্রকৃত স্কাউটিং-এর আদর্শে অনুপ্রাণিত।
এসময় তারা তিনটি যৌক্তিক দাবি উল্লেখ করেন। ১. অজয় ভৌমিক এবং হাসিবের পদত্যাগ।২. দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচারমুক্ত স্কাউটিং পরিবেশ।৩.নতুন নেতৃত্বে স্কাউটিং-এর আদর্শ পুনরুদ্ধার।
এছাড়াও তারা আরো বলেন, আমরা সবার প্রতি আহ্বান জানাই, আসুন এবং আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।”দুর্নীতির হাত থেকে মুক্তি চাই, স্কাউটিং-এর পবিত্রতা চাই। অজয় হাসিব বিদায় চাই, স্বৈরাচারের অবসানে স্কাউটিং হোক পবিত্র।
এসময় চাঁদপুর জেলা স্কাউটিং এর পক্ষ হতে উপস্থিত ছিলেন- হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ যুগ্ম সম্পাদক-মাসুদ, ওভ্যাটমুক্ত স্কাউট গ্রুপ আহ্বায়ক- আরিফ, ওভ্যাটমুক্ত স্কাউট গ্রুপ যুগ্ম আহ্বায়ক- অনিক খান, ওভ্যাটমুক্ত স্কাউট গ্রুপ নির্বাহী সদস্য -রাফসান সাকিব, হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ নির্বাহী সদস্য -জুবায়ের হোসেন, ওভ্যাটমুক্ত স্কাউট গ্রুপ যুগ্ম আহ্বায়ক- মারিয়া হোসেন সহ অন্যান্য স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।