চাঁদপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক ২০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

১৬ নভেম্বর চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এ অভিযান করা হয়।

চাঁদপুর মডেল থানার এসআই (নিঃ) মোঃ আওলাদ হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম চাঁদপুর সদর থানাধীন বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবা ট্যাবলেট (যার মূল্য অনুমান ৬,০০০ টাকা) এবং ২০০গ্রাম গাঁজা দমূল্য অনুমান ৪,০০০) টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ মুকছুদ গাজী (৩৮) কে আটক করে।

তার পিতা-মোঃ মনু গাজী, মাতা-আছিয়া বেগম, সাং-পূর্ব বাখরপুর, ৩নং ওয়ার্ড, ১২নং চান্দ্রা ইউপি, থানা- চাঁদপুর সদর ও জেলা চাঁদপুর।

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩৫/৭০২, তারিখ-১৬/১১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১০(ক)/৩৬(১) এর সারণী ১৯(ক)/৪১ রুজু পূর্বক আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর